×

বিনোদন

বরদেশ্বরী মন্দিরে শারদীয় নাট্যোৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯, ০৪:২৯ পিএম

বরদেশ্বরী মন্দিরে শারদীয় নাট্যোৎসব

‘কহে বীরাঙ্গনা’ নাটকের দৃশ্যে জ্যোতি সিনহা

দুর্গাপূজাকে ঘিরে শারদীয় নাট্যোৎসব আয়োজন করেছে বরদেশ^রী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটি। ‘মঞ্চ মায়ায় মানবতার জয়’ স্লোগান নিয়ে পাঁচ দিনব্যাপী এ নাট্যোৎসব শুক্রবার (৪ অক্টোবর) শুরু হয়েছে। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়িত হয় থিয়েটার নাট্যদলের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং মণিপুরি থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’ নাটক। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয় করেন জ্যোতি সিনহা। অন্যদিকে সৈয়দ শামসুল হকের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। পরবর্তীতে নবনির্মাণ করেছেন সুদীপ চক্রবর্তী। এ নাটকটিতে অভিনয় করেন ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফা হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব প্রমুখ। বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাস বলেন, ‘এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় ঘোষণা করে। শুভশক্তি কখনো পরাভ‚ত হয় না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি। দুর্গাপূজা, ঈদ, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমার মতো উৎসবগুলো বাঙালি ঐকবদ্ধভাবে উদযাপন করে। এ ঐতিহ্য আমাদের অহংকার এবং ইতিহাসের অলংকার। বাঙালি কৃষ্টির আদি রস, উদার ধর্মমনস্ক মন ও শুদ্ধ চিন্তা এবং মানবতাই শুভশক্তিকে গতিশীল করে।’ শারদীয় উৎসবে আজ শনিবার বিকেল ৪টা থেকে ভজন ও শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন পণ্ডিত রাম প্রসাদ সূত্রধর (শিষ্যপতি) ও উস্তাদ মানিক সিংহ রায়। এরপর সন্ধ্যা ৭টায় দেশ নাটক মঞ্চস্থ করবে মাসুম রেজা রচিত ও নির্দেশিত নাটক ‘নিত্যপুরাণ’। রাত ৯টায় থিয়েটার ৫২ মঞ্চস্থ করবে নতুন নাটক ‘কালিদাস’। অপূর্ব কুমার কুণ্ডর লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবিশ। পরদিন রবিবার বিকাল ৪টায় পদাবলি কীর্তন পরিবেশন করবেন জয়পুরহাটের কুমারী লক্ষ্মী দেবী। এরপর সন্ধ্যা ৭টায় আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে ‘ভঙ্গবঙ্গ’ নাটকটি। মামুনুর রশীদের লেখা এই নাটকটি নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। অভিনয় করবেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, আরিফ হুসাইন, আমানুল হক, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, ফিরোজ মামুন প্রমুখ। রাত ৯টায় স্বপ্নদল মঞ্চস্থ করবে ‘জাদুর প্রদীপ’। এটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করবেন সামাদ, জুয়েনা শবনম, সোনলীসহ অনেক। সোমবার সন্ধ্যা ৭টায় নাগরিক নাট্যাঙ্গন মঞ্চস্থ করবে ‘বাংলা আমার বাংলা ও সেই সব দিনগুলো’। এটি নির্দেশনা দিয়েছেন হৃদি হক। রাত ৯টায় চন্দ্রকলা থিয়েটার মঞ্চস্থ করবে ‘তন্ত্রমন্ত্র’। মঙ্গলবার শারদীয় নাট্যোৎসবের সমাপনী সন্ধ্যায় বহুবচন নাট্যদল মঞ্চস্থ করবে ‘অনিকেত সন্ধ্যা’। নির্দেশনা দিয়েছেন আরহাম আলো। এদিন রাত ৯টায় নাট্যফৌজ মঞ্চস্থ করবে ‘একজন মুন্সির পোস্টার’। নির্দেশনা দিয়েছেন লায়ন চিত্ত রঞ্জন দাস। এর মধ্য দিয়েই পর্দা নামবে এ নাট্যোৎসবের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App