×

জাতীয়

সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯, ১১:২১ এএম

সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার(৪ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সকাল নয়টার এ রিপোর্ট লেখার সময় ট্রেনটির উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ করতে আরো ঘন্টা দু’য়েক সময় লাগতে পারে বলে ধারণা পাওয়া গেছে। রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা দুর্ঘটনা কবলিত স্থানে অবস্থান করছেন। আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহুর্তে সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙ্গে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয় নি। আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না। কেননা, ওই পথে বেলা একটার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধার কাজ শেষ করতে ঘন্টাখানেকেরও বেশি সময় লাগবে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App