×

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯, ০১:১৪ পিএম

শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রেপ্তার
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিবি শাখার উদ্যোগে ও এনসিবি (ইন্টারপোল) দুবাই এর সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেপ্তার করা হয়েছে।   এনসিবি দুবাই বৃহস্পতিবার (০৩ অক্টোবর ) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতরের এআই‌জি (মি‌ডিয়া এন্ড পিআর) মোঃ সো‌হেল রানা। তিনি আরও জানান, দুবাইয়ের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকদিন আগে গ্রেপ্তার হন জিসান। “গ্রেপ্তার হওয়ার সময় তার কাছে আলী আকবর চৌধুরী নামের ভারতীয় পাসপোর্টে উদ্ধার করা হয়। পরে এনসিবি ঢাকা আর এনসিবি দুবাই মিলে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে নিশ্চিত হয়, গ্রেপ্তার এই আলী আকবর চৌধুরীই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জিসান। আইনী প্রক্রিয়া শেষে তা‌কে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম ছিল জিসানের। সে সময় তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়। ২০০৩ সালে মালিবাগের একটি হোটেলে দুজন ডিবি পুলিশকে হত্যার পর গা ঢাকা দেয় শীর্ষ সন্ত্রাসী জিসান । ২০০৫ সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সে দেশ ছাড়ে বলে ধারণা করা হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App