×

জাতীয়

পদ্মার পানির সঙ্গে বাড়ছে বিপদের শঙ্কাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯, ১২:২৮ পিএম

ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ায় বাংলাদেশে পদ্মা নদী ও এর বিভিন্ন শাখা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বাড়ছে বন্যায় ক্ষয়ক্ষতির আশঙ্কা। পদ্মায় পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার রাজশাহী, পাবনা ও কুষ্টিয়ায় পদ্মা তীরবর্তী বিভিন্ন এলাকা ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ডুবে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। বসতবাড়িতে পানি ওঠায় অনেকে গৃহপালিত পশুপাখি নিয়ে উঁচু স্থানে ঠাঁই নিয়েছেন। পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল হক জানান, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির উচ্চতা রয়েছে ১৪ দশমিক ৩৩ সেন্টিমিটার। বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। এ কারণে পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার ভেড়ামারা অঞ্চলে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে বন্যায় রূপ নিয়েছে। তলিয়ে গেছে চরে আবাদকৃত শত শত বিঘার ফসল। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক বছর ধরে আষাঢ়-ভাদ্র মাসে বন্যা না হওয়ায় তারা অনেকটা নিশ্চিন্তে ছিলেন। কিন্তু হঠাৎ করে ২৫ সেপ্টেম্বর এলাকায় পানি প্রবেশ করতে শুরু করে। ধীরে ধীরে ক্ষেত তলিয়ে যেতে থাকে। গত ছয় দিনে পানি ঘরের আঙিনায়ও ঢুকে পড়েছে। বাড়ির ভেতরে ও আঙিনায় পানি প্রবেশ করায় পোকামাকড় ও সাপের উপদ্রব বেড়েছে। পদ্মা নদীতে অব্যাহত পানি বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পানি বেড়ে যাওয়ার সঙ্গে স্রোত বেড়ে যাওয়ায় ১৬টি ফেরির মধ্যে সচল রয়েছে মাত্র সাতটি। স্রোতের বিপরীতে ফেরি চালাতে গিয়ে এই সাতটিরও যান্ত্রিক ত্রু টি দেখা দেয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় আটকা পড়ে থাকছে শত শত পণ্যবাহী ট্রাক ও যানবাহন। একই অবস্থা দৌলতদিয়া ঘাটেও। সোহাগ পরিবহনের একটি বাসের যাত্রী আলমগীর হোসেন বলেন, তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকা থেকে যশোর যাচ্ছেন। বুধবার রাত ১২টার দিকে তার বাসটি পাটুরিয়া ঘাটে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টায়ও বাসটি ফেরিতে উঠতে পারেনি। এদিকে পদ্মায় আকস্মিক পানি বাড়ায় প্লাবিত হয়েছে রাজবাড়ী ও কুষ্টিয়ার নিচু এলাকা। তলিয়ে গেছে শীতকালীন আগাম সবজির ক্ষেত। হুমকিতে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি রক্ষাবাঁধের বেশ কিছু অংশ। প্রায় দুই সপ্তাহ ধরে কুষ্টিয়ার কয়েকটি উপজেলায় তাণ্ডব চালাচ্ছে পদ্মা। একদিকে বন্যা, অন্যদিকে ভাঙনে দিশেহারা মানুষ। ভাঙনের ঝুঁকিতে পড়েছে শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি রক্ষা বাঁধ। আগে ব্যবস্থা নিলে এ পরিস্থিতি হতো না বলে দাবি স্থানীয়দের। পদ্মার ছোবল রাজবাড়ী জেলায়ও। তলিয়ে গেছে কালুখালী উপজেলার কয়েকটি গ্রাম। নষ্ট হয়েছে আগাম সবজির ক্ষেত। মাথা গোজার ঠাঁই হারিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে বন্যাকবলিতরা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App