×

সাময়িকী

শুভ্রনীলায় শরৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ০৭:০৯ পিএম

অনন্তের নীলাভ প্রমত্তায় এক পারাবারে খুঁজে পেয়েছিলাম- একটুকরো নীল। তরঙ্গ তখন হয়তো সদ্য ছুঁয়ে গেছে বালুচর, কোন এক একলা দ্বীপে তোমার আমার একলা ক্লান্ত ঘর। নিঃসঙ্গ মধ্যরাতে কেই বা কুড়োয় চাঁদের আলো, কিংবা, কেই বা শোনে শালিকের ডাক! কাশবনে সদ্য শুভ্রের আড়ালে, অনন্ত হয়ে ফোটে নীলকণ্ঠ কার। বালুচরের সেই অভিমানী কুটিরঘরে তরঙ্গের সুরে যখন ভাঙনের ডাক, চুপিচুপি কোন ভোরে- শরৎ হেসে শিশিরের বুকে- মুছে দেয় বিনিদ্র রজনীর সকল আঁধার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App