×

সাময়িকী

বিধাতার ছাড়পত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ০৭:১০ পিএম

শোভন এই ব্রহ্মাণ্ডে রক্তের দরবারে আজন্ম কয়েদির মতো নতজানু! কখনো মুক্ত গাংচিল, কখনো উদাস মেঘের -রাজপুত্র আমি আকাশ পথিক। আবার কখনো মাটির বাউল, বহতা নদীর পাশে বসে শিখি নদীর রাজ্যপাঠ আবৃত্তি করি সময়ের শ্রেষ্ঠ কবিতা পৃথিবীর শীতল জানালার পাশে দাঁড়িয়ে; আমার দৃষ্টির আদিগন্ত জুড়ে সত্যের শব পচেগলে দূষিত করছে পৃথিবীর আয়তন, আমি সত্যের স্বরূপ দিয়ে অসত্যের পূজা করি! কিন্তু রেনেসাঁ আসেনা, বিপ্লব জল্লাদের ছুরির নিচে আর একটি জন্মের অপেক্ষায় কাতর! ধর্মের সামিয়ানার তলে মানুষের আহাজারি পাষাণ বেদিতে সজল চোখের আর্তনাদ! অথচ বিধাতার ছাড়পত্রে ছিল কেবলই মুক্তির বারতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App