×

সাময়িকী

ফুলের উঠোন থেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ০৭:১০ পিএম

তোমারই শিশির ভেজা হিমকুচি উদ্যান জুড়ে ডানাওয়ালা মেঘগুলো চূর্ণ চূর্ণ হয়ে হাতধরে ডেকে আনে শরতের নীলসাদা রং, কাশফুলের অনিন্দ্য নাচন, খইখই হাসি। সারাটা আকাশে খেলা করে সাদা সাদা পরিদের দল উচ্ছ্বাসে মুখরিত উতলা হৃদয় নাচনে মাতন করে নদীজল, জোছনার মধুময় আলো, শিউলির সুবাসিত রাত আর নেশাঘন চোখ। উজালা আলোর ঢল নামে জীবনের নীল খতিয়ানে মেলে ধরে ছাতার মতোন রোদ্দুরের উঠোন, আকাশের কোদন, ঘুমভাঙা ভোরের টাটকা কিরণ। কিংবা সূর্যের কুমারী রংগুলো পোয়াতি হয়ে ফুলের উঠোন থেকে দিয়ে যায় সুরভিত গোলাপ, উতলা বাতাস আর বুকের ভাঁজে ভাঁজে স্বপ্নের মুখরিত সাধ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App