×

জাতীয়

প্রচারণা শেষ, বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ০৪:০৯ পিএম

প্রচারণা শেষ, বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূণ্য হওয়া রংপুর সদর-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ অক্টোবর। এ উপনির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে  বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে। নির্বাচনে অংশ গ্রহণকারীপ্রার্থীরা বুধবার (২ অক্টোবর) গভীর রাত পর্যন্ত এবং আজ সকালেও নগরীর বিভিন্ন এলাকায় শেষ বারের মত জনসংযোগ ও প্রচারণায়রত ছিলেন। আজ থেকে নির্বাচন পর্যন্ত অর্থাৎ ৫ অক্টোবর ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের প্রচার-সভাসমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ এবং বহিরাগতদের নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুর শহরসহ নির্বাচনী এলাকায় ব্যানার ফেস্টুন টাঙানো ছাড়াও গত কয়েকদিন যাবৎ জাতীয় পার্টির প্রার্থী এরশাদপুত্র রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ, বিএনপির রিটা রহমান ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করে তাদের প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিন প্রার্থীই জয়লাভের বিষয়ে আশাবাদের কথা জানান। এদিকে রংপুর উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে নির্বাচনের দিন পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। নগরীসহ নির্বাচনি এলাকায় মোটরসাইকেল ও মোটরযান চলাচল বন্ধ এবং বহিরাগতদের নির্বাচনি এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) নির্বাচনী এলাকার ১৭৫টি ভোটকেন্দ্রে এক যোগে ইভিএমে ভোট দেওয়ার মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ভোটাররা তাদের নিজ নিজ ভোটকেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দেওয়ার মহড়া দিয়েছেন। প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি ভোটারদের দেখিয়ে দেন। এ নির্বাচনে গত বারের ন্যায় এবারেও ইভিএমে ভোটগ্রহণ করছে ইসি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ নির্বাচনের ফলাফল বিকেল ৬ টার মধ্যে ঘোষণা করার নির্দেশনা দিয়েছেন। রংপুর সদর-৩ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App