×

সাময়িকী

ত্রিনয়নী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ০৭:০৯ পিএম

ত্রিনয়নে আগুন রাখে, দুচোখেতে জল। জলের তবু নদী আছে, নদীর আছে তল। অভিমানী শরত রানী, শিউলি ঝরা গান। গানের তবু ছন্দ আছে, ছন্দের আছে মান। মন উঠোনে উথালপাথাল, আগমনী দিনে। দুর্গা রানী, শিব ঘরনী, অসুর নেবে চিনে। খুশির দেখো জোয়ার আসে, পানসি ভাসাক মন। কাশের বনে, মাঠের পারে চালতা রঙা বন। রূপকথাতে চুপকথাতে, মন জুড়োবে কই। বিসর্জনের সময় বুঝি এগিয়ে এলো ওই। কান ফুসফুস মন চুপচুপ, কি জানি কি হয়, ঢাকের কাঠি উঠলো বোলে, দুর্গা মায়ের জয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App