×

সাময়িকী

কাশফুল আকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ০৭:০৯ পিএম

কবিগুরুর দাড়ি যেন নদী কূল জুড়ে আকাশেও শুভ্র মেঘ ছেঁড়া ছেঁড়া মেঘের মিছিল নীল দিগন্ত তুমি যখন ছুঁয়ে দাও কাশবন বালিকার মতোন। জাফরানিরং শিউলি তলায় শুভ্রপরি সকাল জুড়ে গাঙচিল ওড়ে আমিও উড়ি কখনও বৃষ্টি ঝুমঝুম সবুজ ধানক্ষেত পাখি ওড়ে, বসে, বাতাসে ঢেউ বাবুইপাখি শিল্পীপাখি তুলে আনে জোনাকপোকা। পদ্মার বুকে ইলিশের বাড়ি উৎসব দুর্গাপূজার এসেছে শরৎ পূজা-পার্বণ বাঙালির ইতিহাস পুরাণ বাতাসা, নকুলদানা, চেঙ্গাইধানের খই আহা এই উৎসবে মেঘ, কাশফুল নদী, নাও নাইওরী তুমি। চল, শিশিরে ভেজাই পা সবুজে মেটাই চোখতৃষ্ণা ছুঁয়ে যাক উষ্ণ হৃদয় মেঠোপথ বুনো কলমিফুল খালপাড়ে দাঁড়িয়ে দেখি ভাটামাছের ডুবসাঁতার ডাহুক ছানার চঞ্চল ছুটে চলা কিচিরমিচির। মাতাল জানালায় ইচ্ছেরা বৃষ্টি হয়ে আসে পড়শি বাড়ি ব্যাকুল বন্ধ দুয়ার খোলো শরতের মেঘে লালপাড় শাড়ি ওড়ায় আঁচল ও বৃষ্টি কোথায় ছিলে লুকিয়ে? ও ঈশ্বর দুচোখে অন্ত দৃষ্টি দাও বসে আছি বুদ্ধ নারিকেল বৃক্ষ ছায়ায় মণিজুড়ে শিউলি, রক্তরাগ, কাশবন লালশাদা শিহরণ শরৎ অন্তপ্রাণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App