×

খেলা

হার এড়ালো রিয়াল মাদ্রিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ০১:৫০ পিএম

হার এড়ালো রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাগের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার (২ অক্টোবর) নিজেদের ঘরের মাঠে ম্যাচটিতে প্রথমার্ধেই ২-০ পিছিয়ে যায় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। ফলে নিশ্চিত হার থেকে বেঁচে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। এর ফলে দুই ম্যাচ থেকে এক পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে রিয়ালের হয়ে গোল করেছেন সার্জিও রামোস ও ক্যাসিমিরো। আর ব্রাগের হয়ে দুটো গোলই করেছেন ইমানুয়েল বোনাভেনচার। ম্যাচ শুরু হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে গোল পেয়ে যায় ব্রাগ। তবে গোলটি প্রথমে অফসাইডের কারণ দেখিয়ে বাতিল করে দেন রেফারি। পরবর্তীতে ভিএআরে পরীক্ষা করে আবার গোলটি দেন রেফারি। ৩৯ মিনিটের সময় আবার গোল করে রিয়াল শিবিরে কাঁপন ধরিয়ে দেয় ব্রাগ। তবে দ্বিতীয়ার্ধে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ জিদান। পরবর্তীতে ৫৫ ও ৮৫ মিনিটে গোল করে হার এড়ায় রিয়াল। ম্যাচটিতে ৮৪ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাগের অধিনায়ক রুড ভরমার। রুডের করা ফাউল থেকে পাওয়া ফ্রি কিকে হেড করে ৮৫ মিনিটে গোলটি করেন ক্যাসিমিরো। এদিকে এ ম্যাচ ড্র করার মাধ্যমে ২০০২-০৩ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেও ঘরের মাঠে টানা তিন ম্যাচে জয়বঞ্চিত থাকল রিয়াল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App