×

শিক্ষা

পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির জাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ১২:৫৫ পিএম

পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির জাবি
পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির জাবি
অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে মাসব্যাপী চলমান আন্দোলনে স্থবির হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম নির্ধারিত সময়ে পদত্যাগ না করায় সর্বিত্মক ধর্মঘট পালন করছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে' অবরোধ করে রেখেছে নতুন ও পুরাতন রেজিস্টার কার্যালয়। অন্যদিকে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ নামে ভিসিপন্থী শিক্ষকরা মিথ্যা অভিযোগের প্রতিবাদ এবং এক প্রো- উপাচার্যের পদত্যাগ দাবিতে মানবন্ধনের ডাক দিয়েছে। দেখা গেছে, বুধবার সকাল ৮টা থেকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে। এতে করে কোন কর্মকর্তা কিংবা শিক্ষক তাদের অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি, বন্ধ আছে সকল প্রশাসনিক কার্যক্রম। তবে এখনও কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। জানা গেছে, তাদের এই অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। এছাড়াও ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এমনকি ধর্মঘটের ফলে ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকরা কোন বাস ক্যাম্পাসের বাহিরে যেতে পারেনি। আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত তারা এ আন্দোলন চলবে। এর আগে আন্দোলনকারীরা গত ১৮ ই সেপ্টেম্বর উপাচার্যকে সেচ্ছায় পদত্যাগের জন্য ১লা অক্টোবর পর্যন্ত সময় বেধে দেন। এরপর ভর্তি পরীক্ষা চলাকালীন টানা সাত দিন উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন করেন। এছাড়াও মঙ্গলবার নির্ধারিত সময়ের শেষ দিন ১ লা অক্টোবর উপাচার্যকে লাল কার্ড দেখায় আন্দোলনকারীরা। এদিকে উপাচার্য পরিবারকে নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করছে ভিসিপন্থী শিক্ষকরা। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ নামে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দুই শতাধিক শিক্ষক মানবন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তরা উপাচার্য পরিবারকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ করে চলমান আন্দোলনকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেন। এছাড়াও মানবন্ধনে উপ-উপাচার্য আমির হোসেনের পদত্যাগ দাবি করেছেন উপচার্যপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ‘উপাচার্য বিরোধী আন্দোলনের আসল রহস্য উন্মোচিত হয়েছে। উপাচার্যকে অমূলক অভিযোগে পদ থেকে সরিয়ে অধ্যাপক আমির হোসেন নিজে অথবা তার কোন গুরুজনকে উপাচার্য বানাতে চান।’ বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি জানিয়েছেন উপাচার্যপন্থী শিক্ষকদের এ সংগঠন। তাদের দাবিগুলো হলো- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেনের পদত্যাগ, ভাগ্নের ভর্তি কেলেঙ্কারির শাস্তি নিশ্চিত করা, ভর্তি সংক্রান্ত কাজ থেকে বিরত রাখা, অধ্যাপক শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে ‘কালো’ পুস্তকে আনীত অভিযোগের তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করা। তবে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম জানিয়ে দিয়েছেন, অন্দোলনের মুখে তিনি পদতাগ করবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App