×

অর্থনীতি

বাণিজ্যিক সেবায় বঙ্গবন্ধু স্যাটেলাইট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ০১:৩৫ এএম

বাণিজ্যিক সেবায় বঙ্গবন্ধু স্যাটেলাইট
দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সেবা কার্যক্রম বুধবার (২ অক্টোবর) শুরু হচ্ছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো এ সেবা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে। এর মধ্য দিয়ে দেশের সম্প্রচার শিল্প এক নতুন ইতিহাসে প্রবেশ করতে যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। স্থানীয় টিভি চ্যানেলগুলো ভাড়া হিসাবে ব্যবহার করবে। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে দেশের ৩৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সবক’টির জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ড. শাহজাহান জানান, ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সামর্থ্যের ৪০ শতাংশ বিক্রি করা হয়েছে। আগামীতে বাকি সামর্থ্যও বিক্রি করা হবে। আট বছরের মধ্যেই স্যাটেলাইটের উৎক্ষেপণ ব্যয় উঠে আসবে। ধারণা করা হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা বিক্রি করে মাসে ৭ কোটি টাকা আয় করা সম্ভব হবে। সূত্র: বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App