×

জাতীয়

বঙ্গবন্ধু গান্ধীজীর আদর্শে অনুপ্রাণিত : শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ১১:৫৬ এএম

বঙ্গবন্ধু গান্ধীজীর আদর্শে অনুপ্রাণিত : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, বঙ্গবন্ধু গান্ধীজীর আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এজন্যই তিনি সহিংস আন্দোলন বাদ দিয়ে অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। পরবর্তীতে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার কারণে বাংলাদেশ সশস্ত্র মুক্তিযুদ্ধ করতে বাধ্য হয়েছিল। আমাদের (বাঙ্গালি) ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২ অক্টোবর) ভারতীয় হাইকমিশনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা বক্তৃতা করেন। পরে স্কুল শিক্ষার্থীরা নৃত্যের মাধ্যমে মহাত্মা গান্ধীর জীবন, কর্ম ফুটিয়ে তুলে। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App