×

জাতীয়

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ০৫:৫৬ পিএম

চট্টগ্রামে যৌতুকের জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশটি ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করে তার শ^শুরবাড়ির লোকজন। পুলিশও একে অপমৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করে। ঘটনার ৯ বছর পর অবশেষে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন। নয় বছর আগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অহল্যা-কড়লডেঙ্গা ইউনিয়নের সাধারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছিল। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান এ রায় দেন। দণ্ডিত জাহাঙ্গীর আলম শ^শুরপক্ষের কাছে বিদেশ যাওয়ার খরচ দাবি করে না পেয়ে স্ত্রীকে পিটিয়ে খুন করেন। আদালত সূত্র জানায়, জাহাঙ্গীর বিদেশ যাওয়ার জন্য স্ত্রী শামীমা আক্তারের পরিবারের কাছে যৌতুক চেয়েছিলেন। যৌতুক না দেয়ায় ২০১০ সালের ২৯ ডিসেম্বর শামীমাকে পিটিয়ে হত্যা করে জাহাঙ্গীর। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে স্ত্রীর লাশ গোয়ালঘরে ঝুলিয়ে রেখেছিলেন জাহাঙ্গীর। এ ঘটনায় শামীমার ভাই সোলেমান বাদী হয়ে মামলা করেন। ২০১২ সালের ২৩ মার্চ মামলায় অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়। ২৩ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এ রায় দেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আক্তার বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর আসামি জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরেক আসামি জাহাঙ্গীরের ভাই পলাতক আবদুল আলমকে বেকসুর খালাস দিয়েছে আদালত। জাহাঙ্গীর ও শামীমার সংসারে তওসিফ নামে একটি পুত্র-সন্তান রয়েছে। শামীমার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল দেড় বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App