×

জাতীয়

সেলিমের সব ব্যাংক হিসাব স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ১১:৫৮ পিএম

সেলিমের সব ব্যাংক হিসাব স্থগিত
অনলাইন ক্যাসিনো ব্যবসার মূল হোতা সেলিম প্রধানের সব ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এতে করে তিনি তার নিজের ও প্রতিষ্ঠানের হিসাব থেকে আর কোনো টাকা উত্তোলন কিংবা জমা দিতে পারবেন না। মঙ্গলবার (১ অক্টোবর) সব ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে সেলিমের ঠিকানা হিসেবে গুলশান-২–এর ১১/এ সড়কের মমতাজ ভিশন, কারওয়ান বাজারের সোনারগাঁও রোডের প্ল্যানার্স টাওয়ার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতার প্রধান বাড়ি উল্লেখ করা হয়েছে। সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেড। এছাড়া পি২৪ ল ফার্ম, এইউ এন্টারটেইনমেন্ট, পি২৪ গেমিং, প্রধান হাউস ও প্রধান ম্যাগাজিন আছে তার। যার মধ্যে তিনি অনলাইনে জুয়াড়িদের পি২৪ গেমিংয়ের মাধ্যমে ক্যাসিনোয় যুক্ত করতেন। সেলিমের জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেসে বিভিন্ন ব্যাংকের চেক বই, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সার্টিফিকেট ও অফিসের নথিপত্র ছাপা হয়। যদিও রূপালী ব্যাংকের শীর্ষ ঋণখেলাপিদের মধ্যে এ প্রেসটি অন্যতম। গত বছরে ঋণ পুনঃতফসিল করার পর সেলিমের কাছে প্রায় একশ কোটি টাকা পাওনা আছে ব্যাংকটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App