×

জাতীয়

শান্তিনগর মালিবাগ ফুটপাত অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ১২:৫২ পিএম

শান্তিনগর মালিবাগ ফুটপাত অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
চাঁদাবাজ সন্ত্রাসী দ্বারা নিয়ন্ত্রিত শান্তিনগর চৌরাস্তা থেকে মালিবাগ পর্যন্ত ফুটপাতে সকাল বেলার অবৈধ কাঁচা বাজার বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শান্তিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। একই সঙ্গে শান্তিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে দশটায় শান্তিনগর মোড় থেকে মালিবাগ পর্যন্ত আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। সোসাইটির সভাপতি মজিবুল হক ভোরের কাগজ কে বলেন, দীর্ঘদিন ধরে শান্তিনগর মোড় থেকে মালিবাগ মোড় পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখল করে প্রতিদিন সকালে মাছ মুরগি তরিতরকারি ইত্যাদি দোকান বসিয়ে প্রায় ২০০ লোক অবৈধভাবে ব্যবসা করে আসছে। যার ফলে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও এলাকাবাসীর যাতায়াতে অসুবিধা হচ্ছে। অপরদিকে শান্তিনগর বাজারের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের ট্যাক্স নিয়মিত প্রদান করেও ব্যবসা পরিচালনা করতে গিয়ে ক্রেতাশূন্য বাজারের প্রতিদিন লোকসান গুনছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুটপাত দখল মুক্ত করার কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করে আমরা চাপাবাজ সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে আন্দোলন করছি। বক্তারা আরো বলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আত্তারের নেতৃত্বে ফুটপাতে অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। আমরা এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। তারা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, যদি ফুটপাত দখলমুক্ত করা না হয় তাহলে ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করবেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App