×

জাতীয়

রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মান শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ০৩:৫৯ পিএম

রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মান শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডা সাঁতারকুলে ভবন নির্মানে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোত্তাকিন (১৮) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বোন বিলকিস আক্তার জানান, তাদের বাড়ি নেত্রকোনার পুর্বধুলা উপজেলার হাপানিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল হাই। বাড্ডা সাতারকুলে থাকতো মোত্তাকিন। নির্মান শ্রমিকের কাজ করতো সে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো ইজাজুল হক জানান, সাতারকুল একটি ভবন নির্মানের জন্য কয়েকদিন ধরে পাইলিংয়ের কাজ করছিল তারা। মঙ্গলবার সকালে পাইলিংয়ের সময় খকন করা মাটি একটি ট্রাকে ভরার পর সে ওই ট্রাকের উপরে উঠেন। তখন পাশের একটি বিদ্যুতের তারের সংস্পর্শে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তিনি আরো জানান, বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ২টায় মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশের ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App