×

জাতীয়

রাঘব-বোয়ালরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ০৭:৩৭ পিএম

রাঘব-বোয়ালরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের মানববন্ধনে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস। ছবি: মামুন আবেদীন

দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনি বলেছেন, ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রাঘব-বোয়ালদের ধরবেন।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী কৃষক দলের এই মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি, আবুল খায়ের ভুঁইয়া বক্তব্য রাখেন।

মির্জা আব্বাস বলেন, ২০০৬ সালের পর থেকে আজ পর্যন্ত হিসাব দিতে দিতে ওই দুর্নীতি দমন কমিশন অফিস, কোর্ট-কাচারিতে প্যারেড করতে করতে জানটা শেষ। এ সময় সরকারের মন্ত্রী-এমপিদেরও সম্পদের হিসাব দেয়ার আহ্বান জানান। ক্ষমতাসীনদের দুর্নীতির কারণেরই বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। সচিবালয়ের পাশে পেঁয়াজ বিক্রি হয় ৪৫ টাকা কেজি। মার্কেটে কেন ১২০ টাকা কেজি-এটা জানা দরকার। এটাও একটা দুর্নীতি।

বিএনপির এই নেতা বলেন, কয়েকদিন আগে পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ উপহার হিসাবে ভারতে পাঠানো হল। ৫০০ টাকা কেজি হিসেবে ওখানে গেছে। বিনিময়ে কি পেলাম? ১০৯টা ফারাক্কার স্লুইস গেইট খুলে দিছে, বন্যায় ডুবে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App