×

জাতীয়

‘মামা-ভাগ্নে’ চোরাই মোবাইল সিন্ডিকেটের চার সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ০৬:০৬ পিএম

চট্টগ্রাম নগরীতে চোরাই মোবাইল বেচাকেনার ‘মামা-ভাগ্নে’ সিন্ডিকেটের ৪ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার একটি টিম। এ সময় তাদের কাছ থেকে ১৬০টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এই ‘মামা-ভাগ্নে’ সিন্ডিকেট চক্রের হোতা হলো দোস্ত মোহাম্মদ ও তার ভাগ্নে খোরশেদ আলম। নগরীর যে কোনো জায়গা থেকে মোবাইল চুরি বা ছিনতাই করে রেয়াজুদ্দিন বাজারে মামা-ভাগ্নের এই সিন্ডিকেটের কাছেই বিক্রি করত ছিনতাইকারী বা চোররা। তবে এই সিন্ডিকেট চক্রের চারজনকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান। তিনি বলেন, ছিনতাইকারীরা নগরের বিভিন্ন এলাকা থেকে ছিনতাই করে মোবাইলগুলো রেয়াজুদ্দিন বাজারের চোরা মার্কেটে নিয়ে আসত। তারা খুব অল্প দামে এই সিন্ডিকেটের কাছে মোবাইলগুলো বিক্রি করত। গত ২৯ অক্টোবর রবিবার লাভলেইন এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে নগরীর বিভিন্ন এলাকায় শতাধিক ছিনতাই করার কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রেয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে এই সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন নামি ব্র্যান্ডের ১৬০টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলো- রাউজান উপজেলার নদীমপুর এলাকার মৃত দেলা মিয়ার ছেলে দোস্ত মোহম্মদ মানিক (৫৪), সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার কবির আহম্মদের ছেলে খলিলুর রহমান (৩১), লোহাগাড়া উপজেলার আমিরাবাদের বলি বাড়ির হারুনুর রশিদের ছেলে সাহেদুল ইসলাম ও কুমিল্লার ফজরকান্দি এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. সোহেল রানা (৩০)। এ সিন্ডিকেটের আরেক সদস্য (দোস্ত মোহম্মদের ভাগ্নে) খোরশেদ আলম (৩৫) পলাতক রয়েছে।

ক্যাপশন : চট্টগ্রামে চোরাই মোবাইল ব্যবসায়ী ‘মামা-ভাগ্নে’ চক্রের চারজন এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App