×

জাতীয়

নাসিরাবাদ প্রেপার্টিজকে ৬ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ০৬:১৬ পিএম

অবৈধভাবে পাহাড় কেটে ও পরিবেশের ক্ষতিসাধন করার দায়ে নাসিরাবাদ প্রোপার্টিজ লিমিটেডকে ৬ লাখ ২৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার শুনানির মাধ্যমে এ জরিমানা ধার্য্য করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। এছাড়া আরো পৃথক দুটি প্রতিষ্ঠানকে আরো ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নগরের খুলশী এলাকার জাকির হোসেন রোড এলাকায় অবস্থিত পাহাড় কাটার স্থানটি পরিদর্শন করা হয়। গতকাল পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে অবৈধভাবে পাহাড় কেটে ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতিসাধন করার অপরাধে নাসিরাবাদ প্রোপার্টিজ লিমিটেডকে ৬ লাখ ২৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গত ২৩ সেপ্টেম্বর নগরীর মিয়া খাননগর পূর্ব বাকলিয়া এলাকায় নাজির প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে পলিব্যাগ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযানে গিয়ে নিষিদ্ধ পলিব্যাগ উৎপাদন করতে দেখা যায়। গতকাল শুনানির পর ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অপরিশোধিত তরল বর্জ্য দ্বারা পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে আনোয়ারার ইয়ংওয়ান কর্ণফুলী পলিস্টার কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App