×

অর্থনীতি

টানা ১০ দিন ছুটির মুখে হিলি স্থলবন্দর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ০৫:০৮ পিএম

টানা ১০ দিন ছুটির মুখে হিলি স্থলবন্দর
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর আগামীকাল ২ অক্টোবর বুধবার থেকে ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সুত্রে জানাগেছে। ফলে একয়দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি ও রফতানি বন্ধ থাকবে। তবে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার শ্যানাল জানিয়েছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হলেও পূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে। এদিকে হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালেব জানান, দুর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ছুটি ঘোষণা করা হলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার যথারিতি চালু থাকবে। পূজার দিনেও চালু থাকবে ইমিগ্রেশনের কার্যক্রম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App