×

খেলা

চোট কাটিয়ে ফিরতে চান তাসকিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ০১:৪৩ পিএম

চোট কাটিয়ে ফিরতে চান তাসকিন
ইনজুরি যেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদের নিত্যসঙ্গী। চোট সমস্যা তার পিছু ছাড়ে না। ইনজুরি থেকে সেরে উঠে গত মাসের প্রথম সপ্তাহে আফগানদের বিপক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেয়েছিলেন তিনি। অবশ্য স্পিননির্ভর বোলিং আক্রমণ সাজানোর কারণে একাদশে সুযোগ হয়নি তার। এরপর ফের ইনজুরিতে পড়েছেন তাসকিন। আর ইনজুরির কারণে আগামী ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারবেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী গতকাল সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছেন। স্পিড স্টার তাসকিনও জানিয়েছেন এমন কথা। তাসকিনের ইনজুরি সাইডস্ট্রেনে। আফগানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট চলাকালে বোলিং অনুশীলনের সময় চোট পান তিনি। এখন তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এর আগে আরো দুবার এ ধরনের চোটে পড়েছিলেন এই পেসার। যেহেতু তৃতীয়বার একই ধরনের চোটে পড়েছেন, তাই এবার তাসকিনকে মাঠে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো তাড়াহুড়া করতে অনিচ্ছুক বিসিবির চিকিৎকরা। কেননা, এতে বড় ধরনের সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। তাই বেশ সতর্কতার সঙ্গেই এগোতে চান তারা। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, তাসকিনের ব্যাপারে আমরা খুব ধীরে এগোচ্ছি। কারণ সে তৃতীয়বার একই ধরনের ইনজুরিতে ভুগছে। এখন তার অবস্থা ভালো। তবে আমরা এখনো তাকে বোলিং করার অনুমতি দেয়নি। আশা করছি, আগামী সপ্তাহ থেকে অল্পমাত্রায় বোলিং অনুশীলন শুরু করতে পারবে সে। এ সময় তিনি আরো বলেন, তাসকিনের পুরোপুরি ফিট হয়ে উঠতে কিছুটা সময় লাগবে। আমি আবারো বলছি এ নিয়ে তৃতীয়বার একই ধরনের ইনজুরিতে পড়ল সে। তাই দুর্ভাগ্যক্রমে আবার যদি ইনজুরিতে পড়ে, তাহলে মাঠে ফেরাটা তার জন্য কঠিন হয়ে উঠবে। এ কারণেই ধীরে ধীরে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছি আমরা। এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে আগামী সপ্তাহে তাকে বোলিংয়ের অনুমতি দেয়া যাবে। তাসকিন যে এবারের জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলছেন না সেটা নিশ্চিত। কোন রাউন্ডে ফিরতে পারবেন সেটা বোঝা যাবে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার পর। তবে চোট কাটিয়ে আরো একবার মাঠে ফেরার ব্যাপারে দৃঢ় প্রত্যায়ী ডানহাতি এই পেসার। এ বিষয়ে গতকাল তিনি জানান, পুনর্বাসনের সূচি তৈরি হয়েছে। এই সূচি করেছেন জাতীয় দলের নতুন ফিজিও কালেফাতো। এরপর তাসকিন যোগ করেন, স্ক্যানে গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়েছে। খুব গুরুতর নয়। তারপরও ফিজিও খুব সাবধানে এগোতে চান। কোনো ঝুঁকি নিতে চান না তিনি। আমিও শতভাগ ফিট না হয়ে ফিরতে চাই না। আশা করি, খুব শিগগিরই ইনজুরি কাটিয়ে দারুণভাবেই মাঠে ফিরতে পারব। জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলতে পারব না। দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডে ফেরার চেষ্টা করব আমি। স্পিডস্টার হিসেবে পরিচিত টাইগার পেসার তাসকিন আহমেদকে দুর্ভাগা বলাই যায়! ২০১৪ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তার। অভিষেকেই দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর। টিনএজার তাসকিন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই চমকে দিয়েছিলেন পুরো ক্রিকেটবিশ^কে। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ৮ ওভারে ২৮ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করা তো আর যেনতেন কথা নয়। অথচ তাসকিন অভিষেক ম্যাচে সেটাই করে দেখিয়েছিলেন। স্বপ্নের মতো এক ম্যাচ দিয়ে ক্রিকেটে পথচলা শুরু করা তাসকিনের ক্যারিয়ারে এক পর্যায়ে বড় বাধা হয়ে দাঁড়ায় বোলিং অ্যাকশন নিয়ে উঠা বিতর্ক, তার ওপর ইনজুরি সমস্যা তো আছেই। এ পর্যন্ত ৫টি টেস্ট, ৩২টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। টেস্টে তার শিকার ৭ উইকেট। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ৪৫ ও ১২ উইকেট পেয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App