×

বিনোদন

ইতিহাসের মাইলফলক ছুঁয়ে দিলো কঞ্জুস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ০৮:২৮ পিএম

ইতিহাসের মাইলফলক ছুঁয়ে দিলো কঞ্জুস

কঞ্জুসের ৭২০তম মঞ্চায়ন

সম্প্রতি ইতিহাসের মাইলফলক স্পর্শ করল হাসতে হাসতে দর্শকের পেটে খিল ধরিয়ে দেয়া এ মঞ্চ নাটকটি। অধিকাংশ মঞ্চনাটক যখন দর্শকখরায় আক্রান্ত তখন অনন্য নজির গড়ল কঞ্জুস। দর্শকখরার বদলে উপচেপড়া দর্শক জমে এ নাটকের প্রদর্শনীতে।

কমেডির সমার্থক শব্দে পরিণত হওয়া কঞ্জুসের ৭২০তম মঞ্চায়ন হলো মঙ্গলবার (১ অক্টোবর)। দেশের কোনো মঞ্চনাটকের সর্বাধিক এই মঞ্চায়নের দিনেও বিপুল দর্শক সমাগম হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রযোজনাটির ৭২০তম প্রদর্শনীতে ইতিহাসের সাক্ষী হয়েছেন সাড়ে সাতশ’ নাট্যপ্রেমী। দর্শকে পরিপূর্ণ ছিল মিলনায়তন। এমনকি টিকেট না পেয়েও মিলনায়তনের বাইরে দাঁড়িয়েছিলেন অনেকে।

এভাবেই দেশের মঞ্চনাটকে আশার আলো হয়ে জ্বলজ্বল করছে কঞ্জুস। ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে লোক নাট্যদলের প্রযোজনা কঞ্জুস। ১৯৮৭ সালে প্রথম মঞ্চস্থ হওয়া নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন লোক নাট্যদলের অধিকর্তা লিয়াকত আলী লাকী।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে হায়দার নামক এক ব্যক্তিকে ঘিরে। ব্যক্তিগত জীবনে যে একজন অত্যন্ত কৃপণ, সুদখোর ও লম্পট। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার। সে এতই কৃপণ যে ছেলে-মেয়ে ও চাকরকে ভাল খেতে পরতে দেয় না- পাছে তার টাকা শেষ হয়ে যায়। সুদের ব্যবসায় অর্জিত অর্থ সে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে, যদি চোর-ডাকাতে কিংবা ছেলে-মেয়েরা নিয়ে যায়। পৃথিবীর কাউকে সে বিশ্বাস করে না। হায়দার-এর মেয়ে লাইলী যাকে ভালবাসে সে এক অভিজাত বংশের হারিয়ে যাওয়া ছেলে কাযিম। লাইলীকে পাবার আশায় কাযিম এসে চাকরের কাজ নেয় হায়দারের বাসায়। সে বিশ্বাসযোগ্যতাও অর্জন করে হায়দারের।

এদিকে, হায়দারের ছেলে বদিউজ্জামান ভালবাসে মর্জিনা নামে এক মেয়েকে। কিন্তু হায়দার তা জানত না। একদিন মর্জিনাকে দেখে হায়দারের ভিমরতি ধরে। সে পয়গাম পাঠায় মর্জিনাকে বিয়ে করার জন্য। অপরদিকে, যৌতুকের ভয়ে হায়দার এক বুড়োর সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করে। মেয়ে তার তীব্র প্রতিবাদ করে। কিন্তু বৃদ্ধ তার সিদ্ধান্তে অটল থাকে। এক সময় হায়দারের ছেলে জানতে পারে যে, তার প্রেমিকা মর্জিনাকে তার পিতা বিয়ে করতে যাচ্ছে। শুরু হয় পিতা-ছেলেতে দ্বন্দ্ব। এ দ্বন্দ্ব এবং পারস্পরিক ঘটনায় নাটকের কাহিনি জমে উঠে। এ সময় হায়দারের ছেলে এবং চাকর লাল মিয়া দু’জনে বাগানে লুকানো টাকার কলস নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় কঞ্জুস হায়দার দিশেহারা হয়ে যায়। পুলিশ ডাকে। পুলিশী তদন্তের এক পর্যায়ে ছেলে এবং চাকর টাকার কলস নিয়ে আসে। ছেলে শর্ত দেয় মর্জিনাকে ফিরিয়ে দিলে সে টাকার কলস ফিরিয়ে দিবে। হায়দার ছেলের শর্তে রাজী হয়ে যায়। সর্বশেষে মর্জিনা এবং কাযিমের পিতৃ-মাতৃ পরিচয়ের মধ্য দিয়ে এবং হায়দারের ছেলে-মেয়ের বিয়ের মধ্য দিয়ে নাটকের পরিসমাপ্তি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App