×

জাতীয়

অনলাইন ক্যাসিনোর ‘মূলহোতার’ বাসায় অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ১২:০১ এএম

অনলাইন ক্যাসিনোর ‘মূলহোতার’ বাসায় অভিযান
অনলাইন ক্যাসিনোর বাংলাদেশের কান্ট্রি প্রধান সেলিম প্রধানের বাসায় তল্লাশি অভিযান চালাচ্ছে র‌্যাব। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর গুলশানের দুই নম্বর অ্যাভিনিউয়ের ৯৯ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় অভিযান শুরু হয়।  র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে থাইল্যান্ডে পালানোর সময় সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১ এর টিম। সেলিমকে পরে র‌্যাব-১ এর কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। সেলিম তার নিজ বাসায় বসে অনলাইন ক্যাসিনো/জুয়া পরিচালনা করতেন। ক্যাসিনো থেকে অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন। জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের একটি টিম সেলিমের গুলশানের অফিস কাম বাসা ঘিরে রাখে। পরে সেখানে তল্লাশি চালানো হয়। অভিযোগ রয়েছে, অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ ছিলেন। এছাড়া ভিআইপিদের পদচারণা আছে রাজধানীর এমন বিউটি পার্লার ও স্পাতে তরুণীদের নিয়ে যেতেন। তাছাড়া সেলিম ক্যাসিনো ব্যবসায়ী ও বিসিবির পরিচালক গ্রেপ্তার লোকমান হোসেনের অন্যতম সহযোগী ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App