×

জাতীয়

যৌন নিপীড়নে অভিযুক্ত সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫ এএম

যৌন নিপীড়নে অভিযুক্ত সেই শিক্ষক সাময়িক বরখাস্ত
যৌন নিপীড়নে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সানোয়ার সিরাজকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। ফেনীর সোনাগাজী উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অপরদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিচে এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট- জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষক সানোয়ার সিরাজকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যৌন নিপীড়নবিরোধী সেলের সুপারিশের ভিত্তিতে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে এ নির্দেশ দেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজ। সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেন তিনি। এ ঘটনার বিচার চেয়ে বিভাগীয় সভাপতির কাছে গত ১৯ সেপ্টেম্বর অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। এরপর নানামুখী চাপে মানসিকভাবে ভেঙে পড়েন অভিযোগকারী ছাত্রী এবং ২৩ সেপ্টেম্বর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এদিকে এ ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক তোলপাড় শুরু হয় এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষক-শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেয়া হয়। রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, যৌন নিপীড়নবিরোধী সেলের প্রথম সভায় তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত সানোয়ার সিরাজকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সুপারিশ করে তদন্ত কমিটি। উপাচার্য তা অনুমোদন করেন। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক রাশেদা আখতার বলেন, তদন্ত চলাকালীন আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমরা তদন্তের কাজ শুরু করেছি, শেষ হলে প্রতিবেদন জমা দেব। প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এক ছাত্রী বিভাগটির সভাপতি বরাবর সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) : জগন্নাথপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত বখাটে যুবকের নাম স্বপন মিয়া (২৫)। সে জগন্নাথপুর বাজারের হোটেল শ্রমিক চঞ্চল দাসের ছেলে। বখাটের মা সুফিয়া খানম সাথী ওরফে সাবিত্রী জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী হিসেবে পরিচিত। স্বপন তার মায়ের সঙ্গে পৌর শহরের কেশবপুর এলাকায় বসবাস করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার ১০ বছরের এক শিশুকে একা পেয়ে স্বপন ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে বখাটে স্বপন পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। জগন্নাথপুর থানার পুলিশ কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে স্বপনকে গ্রেপ্তার করে। সোনাগাজী (ফেনী) : সোনাগাজী উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রাম থেকে গত শনিবার রাতে আইয়ুব আলীকে (৫৫) তারা আটক করেন। আইয়ুবের বাড়ি আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর এলাকায়। স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ওই মেয়েটিকে গতকাল রবিবার শারীরিক পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, শনিবার দুপুরে স্কুল থেকে ফিরে মেয়েটি পুকুরে গোসল করতে যায়। এ সময় আইয়ুব তাকে চকোলেট কিনে দেয়ার লোভ দেখায়। কিন্তু মেয়েটি সাড়া না দেয়ায় আইয়ুব পুকুর ঘাট থেকে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে আইয়ুব পালিয়ে যায়। পরে মেয়েটির বাড়ির লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বিকেলে মেয়েটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মঈন জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App