×

জাতীয়

ঢাবি ভিসিসহ ৬ জনকে আইনি নোটিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৫ পিএম

ঢাবি ভিসিসহ ৬ জনকে আইনি নোটিস
এশিয়া মহাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাংকিংয়ে ৪০০ এর মধ্যে কিংবা সারাবিশ্বের এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্থান না পাওয়ায় ভিসিসহ ছয়জনকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর স্বপ্রণোদিত হয়ে এ নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুল আলম দুলাল। নোটিসপ্রাপ্তরা হলেন- ঢাবির ভিসি, দুই প্রোভিসি প্রশাসন ও একাডেমি, ডাকসুর ভিপি, জিএস ও ঢাবি রেজিস্ট্রার। তিনদিনের মধ্যে তাদের নোটিসের জবাব দিতে বলা হলেও গত ১২ দিনে কোনো জবাব পাননি নোটিসদাতা। নোটিসে শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ইউজিসি চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাবি এলামোনাই অ্যাসোসিয়েশন সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাবি রিপোর্টার্স ইউনিট বা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগ ও ছাত্রদল উভয় ছাত্রসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ ব্যাপারে তাদের যথাযথ দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। নোটিস পাঠানোর বিষয়ে আইনজীবী মাহবুবুল আলম ভোরের কাগজকে বলেন, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে শিক্ষার মান কমে গেছে। এশিয়া মহাদেশ কিংবা বিশ্বজনীন জরিপে এক হাজার বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের তালিকায় কোনো মর্যাদায় নেই। এজন্য যারা দায়ী তাদের নোটিস দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App