×

জাতীয়

ছেলেকে পানিতে চুবিয়ে মারলেন বাবা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮ এএম

ছেলেকে পানিতে চুবিয়ে মারলেন বাবা!
উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ছেলে সোহানের (১৮) মরদেহ শুক্রবার রাতে উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ। নিহত সোহান ভৈরবের কালিকাপ্রসাদ গ্রামের মো. আতর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সোহান মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে সুস্থ করতে তার বাবা গত কয়েক বছরে লাখ লাখ টাকা খরচ করেছেন। কিন্তু ভালো না হওয়ায় স্থানীয় এক কবিরাজের পরামর্শে তার বাবা প্রতিদিন বিলে নিয়ে তাকে পানিতে চুবিয়েছেন। শুক্রবার বিকেলে পানিতে চুবানোর সময় শরীর দুর্বল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সোহান। ঘটনাটি দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে রাতে পরিবারের সদস্যরা সোহানের মরদেহ দাফনের উদ্যোগ নিলে পুলিশ উদ্ধার করে। নিহত সোহানের বাবা আতর মিয়া বলেন, কোনো বাবা তার ছেলেকে পানিতে চুবিয়ে হত্যা করতে পারে না। আমার ছেলে মানসিক রোগী ছিল। তাকে সুস্থ করতে অনেক চিকিৎসা করেছি। তারপর কবিরাজের পরামর্শে তাকে প্রতিদিন দুবার গোসল করিয়েছি। গোসলের সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার ধারণা, সে হৃদরোগে বা অন্য কোনো কারণে মারা গেছে। এলাকার প্রতিপক্ষরা শত্রুতা করে পুলিশের কাছে অভিযোগ দিয়েছে বলে তিনি দাবি করেন। ভৈরব থানার এসআই শ্যামল সাহা বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে মরদেহটি থানায় এনে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠিয়েছি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App