×

জাতীয়

চসিক নির্মাণ সামগ্রী পর্যবেক্ষণ পরীক্ষাগার উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪১ পিএম

নগরীর সাগরিকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘নির্মাণ সামগ্রী পর্যবেক্ষণ পরীক্ষাগার’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) এ পরীক্ষাগারের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এ সময় মেয়র বলেন, যে কোনো নির্মাণ কাজ টেকসই কিনা তা নির্ভর করে নির্মাণ সামগ্রীর গুণগতমানের ওপর। নির্মাণ সামগ্রী মানসম্পন্ন না হলে যে কোনো উন্নয়ন কাজ দীর্ঘমেয়াদে স্থায়িত্ব লাভ করে না।

তিনি বলেন, ভেজাল ঠেকিয়ে গুণগতমান অক্ষুণ্ন রাখতে নির্মাণ সামগ্রী পর্যবেক্ষণ পরীক্ষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে নির্মাণ সামগ্রী ব্যবহারের আগে চসিকের ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবহারের আহ্বান জানান। পরে মেয়র ল্যাবের যন্ত্রাংশ ঘুরে দেখেন।

এ সময় করপোরেশনের বিদায়ী প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, নবাগত প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ ছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App