×

জাতীয়

খিলগাঁওয়ে গৃহবধূর মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৬ পিএম

রাজধানীর খিলগাঁও এলাকার দক্ষিণ গোড়ানের একটি বাসায় তাসলিমা আক্তার (২৩) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোড়ান চারতলা একটি বাড়ির নিচ তলায় এই ঘটনা ঘটে। তবে স্বজনদের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মৃতের ছোট বোন আয়শা আক্তার জানান, নিহত তাসলিমা স্বামীসহ খিলগাঁওয়ের গোড়ানের ৫ নম্বর রোডের ১৮০ নম্বর বাসায় থাকতেন। তার স্বামীর নাম আব্দুর রহিম। পারিবারিক কলহের জেরে সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় তাসলিমা। পরে খবর পেয়ে এসে তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ৮-৯ মাস হয়েছে প্রেমের সম্পর্কে বিয়ে করেছে তারা। রহিম রাজারবাগ পুলিশ লাইনে একটি মেসে কাজ করে। আর তাসলিমা গৃহিণী।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App