×

আন্তর্জাতিক

অসৎপথে উপার্জনকারী দলের হলেও ছাড়বো না: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৯ পিএম

দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসৎপথ ধরে কেউ উপার্জন করলে সে যদি ধরা পড়ে, আমরা তাকে ছাড়বো না। সে আমার দলের লোক হলেও না। অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতন, জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। এটা অব্যাহত থাকবে। এ বিষয়ে আরো কঠোর হতে সংশ্লিষ্ট সব বিভাগকে আমি বলে দিয়েছি। জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে এক প্রবাসী নাগরিক সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সময় ২৮ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ম্যানহাটনের বিলাসবহুল ম্যারিয়ট মারকুইজ এর গ্রান্ড বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই বক্তব্য দেন। অসৎপথে অর্থ উপার্জনকারীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একজন মানুষ সৎভাবে জীবন যাপন করতে চাইলে দুর্নীতিবাজদের অবৈধ অর্থের দাপটে তার সামনে দাঁড়াতে পারে না। অবৈধভাবে অঢেল সম্পদের মালিকরা সমাজে পণ্য কেনার প্রতিযোগিতায় লিপ্ত। তারা ও তাদের সন্তানরা নামি-দামি ব্রান্ডের পণ্য ব্যবহার করে। সৎ মানুষের সন্তানরা এসব চাকচিক্য দেখে প্রলুব্ধ হয়। তারা সৎ এবং অসৎ পথে আয়ের পার্থক্য করতে পারে না। ফলে দুর্নীতিগ্রস্ত অসৎ মানুষ এবং সৎ মানুষের মধ্যে দিন দিন বৈষম্য প্রকট হচ্ছে। এই বৈষম্য আমরা চলতে দিতে পারি না। তাই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছি। তা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App