×

সাহিত্য

শওকত ওসমানের ‘পঞ্চসঙ্গী’র প্রিমিয়ার শো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৬ পিএম

শওকত ওসমানের ‘পঞ্চসঙ্গী’র প্রিমিয়ার শো

ঢাকার রাস্তায় বই বিক্রি করছে কয়েকজন পথশিশু। আর তাদের থেকে অমর কথাশিল্পী শওকত ওসমানের কিশোর উপন্যাস ‘পঞ্চসঙ্গী’ কিনে তাদেরকেই উপহার দেয় এক ভদ্রমহিলা। এদের মধ্যে প্রতাপ নামের একটি শিশু পড়তে পারে। প্রতাপ বইয়ের মাঝে হারিয়ে গিয়ে নিজেদের বাস্তব জীবনকেই কল্পনায় ফিরে পায়। তাদের সবগুলো চরিত্র বইটির গল্পের সাথে মিলে যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা পথশিশুদের জীবন সংগ্রাম নিয়েই যেন রচিত হয়েছে বইটি। অমর কথাশিল্পী শওকত ওসমানের কিশোর উপন্যাস ‘পঞ্চসঙ্গী’ অবলম্বনে একই নামে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছে তারই কনিষ্ঠ ছেলে জাঁ নেসার ওসমান।

গতকাল সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সরকারি অনুদানের এ ছবিটির প্রিমিয়ার শোতে প্রধান অতিথি ছিলেন অমর কথাশিল্পীর ছেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শওকত ওসমানের ছেলে ও চলচ্চিত্রটির নির্মাতা জাঁ নেসার ওসমান, ঢাকা ব্যাংকের সিনিয়ার কর্মকর্তা আরহাম মাসুদুল হক, কথা সাহিত্যিক আন্দালিব রাশদী প্রমুখ। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App