×

শিক্ষা

যবিপ্রবির ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৫ পিএম

যবিপ্রবির ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

যবিপ্রবি

পথচারীর মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীকে (২৬) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শহীদ মসিয়ূর রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে যশোর শহরের গরীবশাহ সড়কে এক পথচারী সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মুঠোফোন ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করে কসবা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু জানান, শুক্রবার রাতে যশোর সদরের রঘুরামপুর এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন ইমন রেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেসময় গোলাম রব্বানী ও তার এক সহযোগী মিলে ইমনের মুঠোফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। পরে এ ঘটনায় ইমন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

এসআই জানান, সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলার ৫ নম্বর আসামি রব্বানী। তিনি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ছাত্র। তার বাড়ি জয়পুরহাট জেলা সদরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App