×

সাহিত্য

গ্যালারিজুড়ে ছড়িয়ে আছেন শেখ হাসিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৪ পিএম

গ্যালারিজুড়ে ছড়িয়ে আছেন শেখ হাসিনা
গ্যালারিজুড়ে ছড়িয়ে আছেন শেখ হাসিনা

প্রবেশ মুখেই দেখা গেল তাঁকে। গ্যালারিজুড়েই ছড়িয়ে আছেন তিনি। গ্যালারিতে প্রবেশ করেই দেখা গেল ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের উপস্থিতিতে শেখ হাসিনার বিজয় স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপনের দৃশ্যে তিনি। এর পাশেই দেখা গেল ১৯৯৬ সালের ৩ জানুয়ারি বঙ্গবন্ধু এভেনিউতে আয়োজিত সমাবেশে বক্তৃতায় তিনি, ১৯৯৬ সালের ১৬ জানুয়ারি প্রেসক্লাবের সামনে প্রধান অতিথির ভাষন দেয়ার দৃশ্যে তিনি, ১৯৯৬ সালের ৪ মে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকারের দৃশ্যে তিনি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১৯৯৬ সালের ১৮ এপ্রিল বক্তৃতায় তিনি, রমনা বটমূলে বক্তৃতা, ফিতা কেটে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার আকাশ বীণা উদ্বোধনের ছবি’সহ অসংখ্য সভা-সমাবেশে তিনি। জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের আলোকচিত্র ও তাঁকে নিয়ে সৃজিত শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারিতে। গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি আয়োজিত মাসব্যাপী ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া। প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৈশর বয়স থেকে এখন পর্যন্ত সময়ের ২৩১টি আলোকচিত্র, ১৩৩টি চিত্রকর্ম, ৪টি স্থাপনাশিল্প, ৫টি ইনস্টলেশনে উঠে এসেছে তার জীবনের নানা সময়। জীবন সংগ্রাম থেকে রাজপথ, নানা চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলা, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রত্যয় প্রভৃতি রয়েছে এ প্রদর্শনীতে। এছাড়াও রয়েছে শেখ হাসিনাকে নিয়ে নানা প্রকাশিত বইয়ের প্রদর্শনীও। জানাযায় মাসব্যাপী এই আয়োজনেই থাকবে ১০টি আলোচনাসভা। এ ছাড়াও এই আয়োজনের চলাকালীন সময়েই জাতীয় চিত্রশালা প্লাজায় শিল্পীরা আঁকবেন প্রধানমন্ত্রীর ৩২ ফিট/৪৩ ফিট সাইজের প্রতিকৃতি।

শিল্পকর্মগুলো প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকা- ও বর্ণাঢ্য কর্মময় জীবনের শিল্পভাষ্যের উন্মোচন। এই আলোকচিত্র ও শিল্পকর্মগুলোর মধ্যে দিয়ে শেখ হাসিনাকে শিল্পের একক আবহে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। প্রদর্শনীতে অংশ নেয়া আরও শিল্পীরা হলেন, সমরজিৎ রায় চৌধুরী, অলকেশ ঘোষ, আতিয়া ইসলাম এ্যানি, শাহজাহান আহমেদ বিকাশ, বিশ্বজিৎ গোস্বামী, দুলাল চন্দ্র গাইন, এম এম ময়েজউদ্দিন, বীরেন সোম, অনুকুল চন্দ্র মজুমদার, শহিদুজ্জামান, অভিজিৎ চৌধুরী, মো. আলপ্তগীন তুষার, আব্দুল মোমেন মিল্টন, দেওয়ান মিজান, কামাল উদ্দিন, আব্দুস সাত্তার তৌফিক, সুমন ওয়াহিদ, মনজুর রশিদ, সর্বরী রায় চৌধুরী, কারু তিতাস, সমীরণ চৌধুরী, সোহাগ পারভেজ, রবিউল ইসলাম, মো. আজমীর হোসেন, মো. আশরাফুল হাসান, উত্তম কুমার সাহা, রাকিব হাসান, শাহানুর রহমান, জয়ন্ত সরকার জন, জিল্লুর হোসেন টিটন, আরিফুর রহমান তপু, তিতাস চাকমা ও সুজন মাহাবুব। প্রদর্শনী চলবে ২৭ অক্টোবর পর্যন্ত এবং প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত, শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এর আগে একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শিশুদের নাচে-গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। ‘আনন্দালোকে মঙ্গলালোকে’ গানটির সঙ্গে সহ¯্রাধিক শিশুর প্রদীপ প্রজ্জ¦লনের মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আয়োজন। এরপর ‘আজ কেন মোর প্রাণ সজনীগো’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে একাডেমির শিশুশিল্পীরা। অনুষ্ঠানে শিশুরা সমবেত কন্ঠে পরিবেশন করে ‘সত্য বল সুপথে চল’ গানটি। ‘বুকের ভেতর আকাশ নিয়ে একটি দেশ’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে জন্মদিনের সমাপ্তি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App