×

সাময়িকী

শেখ হাসিনার উল্লেখযোগ্য বইসমূহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৩ পিএম

শেখ হাসিনার উল্লেখযোগ্য বইসমূহ

শেখ হাসিনার মোট কতগুলো বই প্রকাশিত হয়েছে তার সঠিক সংখ্যা নির্ধারণ করা নানা কারণে একটু জটিল। গত ৩০ বছরে তাঁর বই বেরিয়েছে হাতে গোনা ১০-১২টা। কিন্তু কিছু বই একাধিক নামে বেরিয়েছে। কিছু বইয়ের ইংরেজি সংস্করণ বেরিয়েছে। কিছু বই নতুন নামে পুরনো লেখার পুনঃমুদ্র্রণ হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০টির মতো বই তাঁর নামে এখন বাজারে পাওয়া যায়।

১) Who is the father of my son (১৯৭২) ২) ওরা টোকাই কেন? (১৯৮৭) ৩) বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম (১৯৯৩) ৪) দারিদ্র্য বিমোচন, কিছু ভাবনা (১৯৯৩) ৫) আমার স্বপ্ন, আমার সংগ্রাম (১৯৯৬) ৬) People and democracy (১৯৯৭) ৭) আমরা জনগণের কথা বলতে এসেছি (১৯৯৮) ৮) বৃহৎ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন (১৯৯৯) ৯) Development of the masses (১৯৯৯) ১০) সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র (১৯৯৯) ১১) আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন (২০০১) ১২) বিপন্ন গণতন্ত্র, লাঞ্ছিত মানবতা (২০০২) ১৩) Democracy in distress, demeaned humanity (২০০৩) ১৪) সহেনা মানবতার অবমাননা (২০০৩) ১৫) Living with tears (২০০৪) ১৬) সবুজ মাঠ পেরিয়ে ১৭) The Quest for Vision-২০২১

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App