×

জাতীয়

শেখ হাসিনাকে নিয়ে মাসব্যাপী প্রদর্শনী শনিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৩ পিএম

শেখ হাসিনাকে নিয়ে মাসব্যাপী প্রদর্শনী শনিবার

তাঁর জীবন সংগ্রাম থেকে রাজপথ, নানা চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলা, বাবার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রত্যয় কোনো কিছুই বাদ যাবে না। যাকে ঘিরে শিল্পের এত বড় আয়োজন তিনি আর কেউ নন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রদর্শনীতে থাকবে তার কৈশোর বয়স থেকে এখন পর্যন্ত সময়ের ২৩১টি আলোকচিত্র, ১৩৩টি চিত্রকর্ম, ৪টি স্থাপনাশিল্প, ৫টি ইনস্টলেশনে উঠে আসবে তার জীবনের নানা সময়। শনিবার থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক প্রদর্শনী। থাককে শেখ হাসিনাকে নিয়ে নানা প্রকাশিত বইয়ের প্রদর্শনীও। শিল্পকলা একাডেমির ১, ২, ৬ নং গ্যালারিতে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে এই বিশেষ প্রদর্শনী। মাসব্যাপী এই আয়োজনেই থাকবে ১০টি আলোচনাসভা। এ ছাড়াও এই আয়োজনের চলাকালীন সময়েই জাতীয় চিত্রশালা প্লাজায় শিল্পীরা আঁকবেন প্রধানমন্ত্রীর ৩২ ফিট/৪৩ ফিট সাইজের প্রতিকৃতি। শিল্পকলা একাডেমির এই ব্যতিক্রমী এই আয়োজনের বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন তিনি। মহাপরিচালক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী থেকে এখন বিশ্বনেত্রী। লালন সাঁইজির মতো তাঁর শতায়ু কামনা করছি। তাকে নিয়ে এই আয়োজন সফর করার জন্য সকল গণমাধ্যমের সহযোগীতা প্রত্যাশা করছি।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির সচিব বদরুল আনাম ভূঁইয়া, গবেষনা ও প্রকাশনা বিভাগের পরিচালক কে এম রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার পথে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। বাঙালির স্বপ্নসারথি, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং শিল্পকর্ম নিয়ে এই বিশেষ প্রদর্শনী। শিল্পকর্মগুলো প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকা- ও বর্ণাঢ্য কর্মময় জীবনের শিল্পভাষ্যের উন্মোচন। এই আলোকচিত্র ও শিল্পকর্মগুলোর মধ্যে দিয়ে শেখ হাসিনাকে শিল্পের একক আবহে উপস্থাপনের চেষ্টা করা হবে। শনিবার বিকাল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া। প্রসঙ্গত, গত ২৮ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর জাতীয় চিত্রশালার চিত্রকলা স্টুডিওতে অনুষ্ঠিত শতচিত্রে জননেত্রী শীর্ষক মাসব্যাপী আর্টক্যাম্পে ১০০টি চিত্রকর্ম সৃজিত হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীদরা হলেন আব্দুর রব খান, তিতাস চাকমা, জয়ন্ত সরকার জন, সৈয়দা তামান্না আফরোজ, শিবলী হাওলাদার, শ্রীকান্ত রায় সুবীর, সুরভী আক্তার, শুভ্র তালুকদার, সুজন মাহাবুব ও সৌরভ ধর। প্রদর্শনীতে অংশ নেয়া আরও শিল্পীরা হলেন, সমরজিৎ রায় চৌধুরী, অলকেশ ঘোষ, আতিয়া ইসলাম এ্যানি, শাহজাহান আহমেদ বিকাশ, বিশ্বজিৎ গোস্বামী, দুলাল চন্দ্র গাইন, এম এম ময়েজউদ্দিন, বীরেন সোম, অনুকুল চন্দ্র মজুমদার, শহিদুজ্জামান, অভিজিৎ চৌধুরী, মো. আলপ্তগীন তুষার, আব্দুল মোমেন মিল্টন, দেওয়ান মিজান, কামাল উদ্দিন, আব্দুস সাত্তার তৌফিক, সুমন ওয়াহিদ, মনজুর রশিদ, সর্বরী রায় চৌধুরী, কারু তিতাস, সমীরণ চৌধুরী, সোহাগ পারভেজ, রবিউল ইসলাম, মো. আজমীর হোসেন, মো. আশরাফুল হাসান, উত্তম কুমার সাহা, রাকিব হাসান, শাহানুর রহমান, জয়ন্ত সরকার জন, জিল্লুর হোসেন টিটন, আরিফুর রহমান তপু, তিতাস চাকমা ও সুজন মাহাবুব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শনী শেষে পরবর্তীতে ছবিগুলো নিয়ে জেলা পর্যায়েও প্রদর্শনী আয়োজন করা হবে। আলোকচিত্রগুলো সংগ্রহ ও সংকলনের সহযোগিতা করেছেন জয়ীতা প্রকাশনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App