×

সাময়িকী

লাল সবুজের হাসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৪ পিএম

তোমার ও মুখে ভেসে ওঠে বাংলার স্বরূপ আমার আমি কে দেখি পতাকার আরশীতে বেঁচে থাকে দোয়েলের ডাক দেয়া সোনালি প্রহর বেঁচে থাকে ঝিলের শাপলা উজান ইলিশ ফুল ফল আর তার জন্মধাত্রী বৃক্ষের বসত বেঁচে থাকে প্রাণ প্রাণী বেঁচে থাকে মাটি জাগ্রত স্বপ্নরা বাঁচে জীবনের অবাক ঐশ্বর্যে আকাশও নেমে আসে চোখ সীমানায় সোনালি ফসলে ঢাকা সবুজ দিগন্তে হে আমার জনকযোগ্যা কন্যা আমার বিশ্বাস আমাদের রক্তে যারা বুনেছিল জীবনের বীজ একদিন আমাদের জনকের ডাকে ছেড়েছিল ঘর ছেড়েছিল সংসার সম্ভার পোষ্যকুল মায়া তারা জীবনের দামে কিনেছিল স্বপ্নের ঠিকানা আমাদের রক্তে বাজে সেইসব অগ্নিশ্বর রাগ সেইসব সুরস্বপ্ন তোমারই পরম আশ্রয়ে যত পাপ যত দায় নির্বাসিত তোমার নির্ভয়ে ইতিহাস চোখ মেলে দেখে নেয় বীজের স্বরূপ বর্তমানের দুচোখে আগামীর জলছবি আঁকো মানবতার বকুল গন্ধ ভরা শাড়ির আঁচল বেদনার আরশিতে জমা নেই হতাশার ধুলো তোমার স্বপ্নের ডাকে আমাদের ঘুম ভেঙে দেখি অপলক তোমার ও পুণ্যমুখে লাল সবুজের হাসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App