×

সাময়িকী

তিনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৪ পিএম

তিনি পা রাখলেন রক্তাশ্রুতে মুছে যওয়া পথে হেঁটে গেলেন আদিগন্ত, পায়ের স্পর্শে জেগে উঠলো পথ পায়ের সাথে পথও হেঁটে গেলো পথ হয়ে আগামীর ডাকে কৃষ্ণ দেয়াল ভেদ করে উঁকি দিলো আলোক রশ্মি আলোয় আলোয় সাড়া পড়ে গেলো আলোর, প্রাণের ভুবনে সবুজের অহংকার দুলে গেলো মৃত মাঠের বুকে বনষ্পতির বনে। তিনি চোখ রাখলেন প্রাণহীন শূন্য প্রান্তরের নৈঃশব্দ্যে পাখির কলতানে ভরে গেলো আকাশের কোণ, মেঘের কোল ক্রন্দনরত মনের আমূল কাঁপালো সুখে বাতাসের মোহন দোল। তিনি কথা বললেন নির্বাক প্রহরের বধির কানে পাথরে ফুল ফুটে গেলো, প্রাণহীন গাছ গেয়ে উঠলো প্রজাপতি তির তির উড়ে গেলো ফুলের কাছে ফলের কাছে কোটি জোড়া চোখে তাই আজ সোনার বাংলার সতত সত্য নাচে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App