×

সাময়িকী

জন্মদিনে আমার চাওয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৪ পিএম

দিকে দিকে শরতের হিমেল পরশে, স্নিগ্ধ বাতাসের অনাবিল বহমান ধারা, শুধুই ঘোষণা করে আনন্দ বারতা, আজ সেই মহীয়সীর জন্মদিন, সবকিছু দিয়ে শুধিছেন ঋণ এই বাঙালি জাতির, যাকে কোনোকিছু দিয়ে যায় না কেনা, তিনি জনমানুষের প্রাণপ্রিয় নেতা শেখ হাসিনা! জন্মের পর হতে দেখেছেন যিনি মহর্ষি পিতার কীর্তি গভীর মনোযোগে, দেখেছেন, পিতার মন কেমন আর্দ্র হয় বাঙালির দুঃখ শোকে, আজীবন করে গেছেন জাতির সুখের সন্ধান, আপস করেননি যিনি শোষকের কোনো প্রলোভনে, যিনি শুনিয়েছিলেন আমাদের স্বাধীনতার গান, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সে রক্তের ধারক, হৃদয়ে যার অশ্রুর বন্যা, তিনি জনমানুষের প্রিয় নেতা শেখ হাসিনা। পিতার রক্তাক্ত দেহ হয়নি দেখার ভাগ্য তাঁর, সুদূর প্রবাসে বসে কেঁদেছেন যিনি বার বার, একদিন সেই কান্না শুকায়েছে চোখে তাঁর, জেগেছে মানুষের জন্য ভালোবাসা, যেমন ছিল জনম পিতার, তাইতো তিনি ছুটে এসেছিলেন শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে- প্রাণপ্রিয় বাঙালির মুক্তির অদম্য স্বপ্ন নিয়ে বুকে, তারপর কতদিন অপেক্ষা, তিল তিল মানুষের ভালোবাসা- অর্জন করে তিনি মানুষের হৃদয়ে গড়েছেন আসন তাঁর, এসব তো আমাদের সকলের জানা তিনি জনমানুষের প্রাণপ্রিয় নেতা শেখ হাসিনা। আজ জন্মদিনে তাঁর, প্রাণপ্রিয় সেই মানবীর কাছে আমার আব্দার, এই যে পথ, ঢাকা হতে আরিচা দিয়ে পাড়ি, চলে গেছে জাতির পিতার জন্মস্থান, চিরনিদ্রার স্থান টুঙ্গিপাড়ার বাড়ি, এপথে, হে প্রিয় মানবী, তোমার শৈশব-কৈশোরে তুমিও গিয়েছ সেই বাড়ি, কথা ছিল এখানেই হবে সেই স্বপ্নের সেতু, একদিন সরে গেছে স্থান তার, তুমিও জানো হেতু, আমরা ওপারের কোটি মানুষ, বসে আছি তোমার মুখ চেয়ে, এই যে দক্ষিণ-পশ্চিম পাড়ের মানুষগুলি, সেতু যদি হয় মাওয়া, বৃহত্তর যশোর, কুষ্টিয়া আর ফরিদপুরের একাংশ, এদের হবে না যাওয়া, এই যে অগণিত মানুষ, কত কষ্ট করে সব তোমার জানা, তুমি যে তাদের ভালোবাসায় সিক্ত, প্রাণপ্রিয় নেতা শেখ হাসিনা। বলেছো, দ্বিতীয় পদ্মা সেতু হবে, আমরা জানি না কবে, আমাদের জন্মে আমরা দেখে যেতে চাই, তোমার প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন, ভিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ান! হোক না সে এ সময়ের মাঝে, দ্বিতীয় সেতুর ঘোষণা হোক না, তোমার মুখেই হোক, প্রাণপ্রিয় নেতা শেখ হাসিনা! অবশেষে আজকের দিনে, যত ফুল, যত প্রিয় গান, তোমার তরে করি নিবেদন, হে মহীয়সী। শুভ হোক জন্মদিন তোমার, দিকে দিকে হোক বন্দনা, তোমার গুণের কথা, হে প্রাণপ্রিয় নেতা শেখ হাসিনা!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App