×

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ যাত্রী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৫ পিএম

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি স্বর্ণেরবারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা। যাত্রীর নাম আব্দুল মজিদ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)রাত ১১টা ২০ মিনিটে দুবাই থেকে ইকে ৫৮৪ ফ্লাইটে আসেন এ যাত্রী। গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে, ইকে ৫৮৪ বিমানে আগত যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এর প্রেক্ষিতে ফ্লাইটে আগত যাত্রীদের দিকে নজর রাখে তারা। এক পর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয়। যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয়। যাত্রী স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করা হয়। কিছু না পেয়ে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে আবার দেহ তল্লাশি করা হলে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায় । অধিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার রেকটামে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। ওই স্বর্ণের মোট ওজন ৬৯৮ গ্রাম। পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার রেকটাম থেকে ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এছাড়া যাত্রীর কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ১৫কেজি গুঁড়োদুধ ও ১০ কেজি কসমেটিক্স আটক করা হয়। আটককৃত পণ্য সমূহের মোট মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App