×

জাতীয়

মায়ের মৃত্যুতে প্যারোলের আবেদন গিয়াস আল মামুনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৯ পিএম

মায়ের মৃত্যুতে প্যারোলের আবেদন গিয়াস আল মামুনের
মুদ্রাপাচার মামলার সাজাপ্রাপ্ত বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের মা মারা যাওয়ায় প্যারোলে তার মুক্তির আবেদন জানিয়েছেন তার ভাই। মামুনের ভাই জালাল উদ্দিন রুমী গণমাধ্যমকে বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। আশা করছি আমার ভাই প্যরোলে মুক্তি পাবে। মামুনের আরেক ভাই বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম জানান, বুধবার ভোর ৫টার আগে আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাদের মা মোসাম্মত হালিমা খাতুন। রুমীর করা প্যারোলের আবেদনে বলা হয়েছে, তাদের মায়ের বয়স হয়েছিল ৯৩ বছর। বাধ্যর্কজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে তিনি ঢাকার ইউনাটেড হাসপাতোলে ভর্তি ছিলেন। মামুনকে প্যারেলে মুক্তি দেওয়া হলে সে অনুযায়ী হালিমা খাতুনের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে হাফিজ ইব্রাহিম জানিয়েছেন। মামুন বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে সাজা ভোগ করছেন জানিয়ে জেলার মাহবুবুল বলেন, আমরা সরকারের সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব। বিএনপি নেতা তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন জরুরি অবস্থান মধ্যে ২০০৭ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে এক মামলায় আদালতের রায়ে সাত বছর কারাদন্ড হয়েছে মামুনের। ওই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রকমানকে জজ আদালত খালাস দিলেও আপিলের রায়ে হাই কোর্ট তাকে সাত বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেয়। চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে আরও অন্তত ২০টি মামলা রয়েছে মামুনের বিরুদ্ধে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App