×

জাতীয়

ভিসির পদত্যাগ চেয়ে সপ্তম দিনেও উত্তাল  বশেমুরবিপ্রবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৯ পিএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। গতকাল বুধবার ৭ম দিনের মতো আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস ছিল উত্তাল। ভিসির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও ঝাড়ু মিছিল করেন শিক্ষার্থীরা। এদিকে গতকাল বিকেল ৪টায় ড. মো. আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছায়। ক্যাম্পাস ঘুরে জানা গেছে, সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন হল ও হলের বাইরে থেকে শিক্ষার্থীরা একের পর এক মিছিল নিয়ে ক্যাম্পাসে আসেন। তারা ভিসির পদত্যাগের একদফা দাবিতে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত ইউজিসির ৫ সদস্যের একটি তদন্ত দল বঙ্গবন্ধু বিশ্ববিদালয়ে পৌঁছে তদন্ত শুরু করেছেন। গতকাল বিকেলে তদন্ত টিমের আহ্বায়ক ড. মো. আলমগীরের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের তদন্ত দল ক্যাম্পাসে এসে পৌঁছায়। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- ইউজিসির সদস্য ড. সাজ্জাদ হোসেন, ড. দিল আফরোজ বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক কামাল হোসেন ও কমিটির সদস্য সচিব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মৌলী আজাদ। ড. মো আলমগীর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখার জন্যে এসেছি। বিশ্ববিদ্যালয়টিকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে যা যা করণীয় তা করার জন্যই এসেছি। ছাত্র-শিক্ষক ছাড়াও যদি কেউ কথা বলতে চান, যে বা যারা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন বা বিশ্ববিদালয়ে শিক্ষার ভালো পরিবেশ চান, যারা বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবেন, এমন কেউ ইচ্ছা করলে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তিনি বলেন, আমরা বৃহস্পতিবার (আজ) দুপুর পর্যন্ত অবস্থান করব এবং প্রয়োজনীয় ফাইলপত্র দেখব। আমরা চাই বিশ্ববিদ্যালয়টিতে আগের মতো শিক্ষার পরিবেশ ফিরে আসুক। অপরদিকে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের অশালীন মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণিত বিভাগের ছাত্র মো. আল গালিব। ভিসির উদ্দেশে তিনি বলেন, যেখানে আপনার দায়িত্ব সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া, সেখানে আপনি সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হুমকি দিচ্ছেন যে, মিডিয়া কাভারেজ বন্ধ করে দিলে নাকি ২ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন হটিয়ে দেবেন। এটা আপনার কোন কৌশল?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App