×

খেলা

টাইগারদের পেতে আগ্রহী পিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৩ এএম

টাইগারদের পেতে আগ্রহী পিসিবি

ফাইল ছবি

অনেক বোঝানোর পর পাকিস্তানে খেলার জন্য দল পাঠিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবুও দেশটির প্রায় সেরা ১০ জন খেলোয়াড় খেলতে পাকিস্তান যাওয়ার ব্যাপারে আগেই না করে দিয়েছিল। এখন শ্রীলঙ্কান দলের সফরের পর বাংলাদেশকে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এটি আগামী বছরের প্রথম দিকেই। এ ব্যাপারে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানান, বাংলাদেশকে ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তান সফরে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিসিবির সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ওয়াসিম খান আরো বলেন, এখন পাকিস্তান অনেক নিরাপদ। যে কোনো দলের বিপক্ষে যে কোনো সময় সিরিজ আয়োজন করতে প্রস্তুত আমরা। শুধু বাংলাদেশ নয়, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলকেও পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দল এসে ঘুরে গেছেও বলে জানান তিনি। এদিকে বেশ কয়েক বছর আগে টাইগারদের পাকিস্তান সফরের কথাবার্তা হয়েছিল। কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট না হওয়ায় দল পাঠায়নি বিসিবি। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দল এ সময়ের মধ্যে পাকিস্তান সফরে গেছে। ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা দলের বাসের ওপর জঙ্গি হামলা হয়। ওই সময় লঙ্কান দলের বেশ কয়েকজন আহত হন। এরপরই পাকিস্তানে অনেকটাই বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দরজা। ২০০৯ সালের পর প্রথমবারের মতো ২০১৫ সালে কোনো আন্তর্জাতিক দল হিসেবে পাকিস্তান সফরে যায় জিম্বাবুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App