×

জাতীয়

সড়ক নির্মাণ ও নিরাপত্তায় কাজ করবে বিশ্বব্যাংক : কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪১ পিএম

সড়ক নির্মাণ ও নিরাপত্তায় কাজ করবে বিশ্বব্যাংক : কাদের
পদ্মাসেতু থেকে সরে যাওয়ার কয়েকবছর পর বিশ্বব্যাংক আবারও কাজ করার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ আগ্রহ দেখায় বিশ্বব্যাংক। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু থেকে সরে যাওয়ায় আমরা বিশ্বব্যাংকের প্রতি আগ্রহী ছিলাম না। তবুও তারা বলেছে আমাদের সঙ্গে যাত্রা শুরু করতে চায়। আমরাও স্বাগত জানিয়েছি। তিনি বলেন, বিশ্বব্যাংকে অর্থায়নে ঝিনাইদহ থেকে ভোমরা স্থলবন্দর পর্যন্ত ১৬০ কিলোমিটার ফোরলেনের রাস্তা তৈরি করে দেবে। আগামী তিনবছরের মধ্যে এই কাজ শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App