×

জাতীয়

সম্প্রীতি বাংলাদেশের পীযূষ আহ্বায়ক, সচিব স্বপ্নীল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫০ পিএম

সম্প্রীতি বাংলাদেশের পীযূষ আহ্বায়ক, সচিব স্বপ্নীল
সম্প্রীতি বাংলাদেশের পীযূষ আহ্বায়ক, সচিব স্বপ্নীল
ধর্মনিরপেক্ষ চেতনার জাগরণের মাধ্যমে বিভাজন দূর করার প্রত্যয় নিয়ে গেল বছরে আত্মপ্রকাশ করা সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ' এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দোপাধ্যায়কে আহ্বায়ক ও চিকিৎসক ডা. মামুন-আল মাহতাব স্বপ্নীলকে করা হয়েছে সদস্য সচিব। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য অ্যারোমা দত্ত, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, মো. নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) জন গোমেজ ও ডা. উত্তম বড়ুয়াকে। সংগঠনে ৭৫ জন নির্বাহী সদস্যের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান, ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজবাউর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ সামাদ এবং এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক মো. বেলাল হোসেইন প্রমুখ। ১২ জন উপদেষ্টার মধ্যে রয়েছেন শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালের ৭ জুলাই প্রথম আত্মপ্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ সংগঠনটি। প্রথমবারের মতো সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App