×

খেলা

ফাইনালে বৃষ্টির শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৭ পিএম

ফাইনালে বৃষ্টির শঙ্কা
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু বেরসিক বৃষ্টি বাধ সাধায় ফাইনাল ম্যাচটি পণ্ড হতে পারে। এই আশঙ্কায় উদ্বিগ্ন সারাদেশের ক্রিকেটপ্রেমীরা। সোমবার ( ২৩ সেপ্টেম্বর) যখন বাংলাদেশ দলের অনুশীলন শেষ হয়  মিরপুরের আকাশে তখন থেকেই মেঘের ঘনঘটা। বাংলাদেশের ড্রেসিং রুম থেকে অবশ্য অস্বস্তির মেঘ সরে গেছে অনেকটাই। প্রায় অপরাজেয় হয়ে ওঠা আফগানদের হারিয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। আত্মবিশ্বাস নিয়েই তাই ফাইনালের লড়াইয়ে নামবে বাংলাদেশ। যদিও র‍্যাঙ্কিং, স্কিল আর সামর্থ্য মিলিয়ে ফাইনালেও ফেভারিট আফগানিস্তানই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির শঙ্কা আছে দিনজুড়ে। ইতিমধ্যে সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত খেলা না হলে যৌথভাবে বিজয়ী হবে দুই দল, নেই কোনো রিজার্ভ ডে। মিরপুরে বৃষ্টি সত্যিই বাগড়া দিলে, সমর্থক-অনুসারীদের জন্য যেমন হবে হতাশার, তেমনি হতাশা থাকবে দুই শিবিরেও। যেহেতু দুদলই ট্রফি জয়ের আশা করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App