×

জাতীয়

নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৬৯ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫২ পিএম

এখনো বাড়া কমার মধ্যেই রয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় (২৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৯ জন। এর মধ্যে ঢাকায় ১৩১ এবং ঢাকার বাইরে আক্রান্ত হয় ৩৩৮ জন। গতকাল নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয় ৪৬১ জন। এরমধ্যে ঢাকায় আক্রান্ত হয় ১৪৩ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ছিল ৩১৮। কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, পহেলা জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৭৫৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ৮৩ হাজার ৬০৫ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৯২৮ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৭৭ জন এবং অন্যান্য বিভাগে এক হাজার ১৫০ জন ভর্তি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২০৩ টি মৃত্যুর তথ্য এসেছে। ১১৬ টি মৃত্যু পর্যালোচনা করে ৬৮ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App