×

জাতীয়

চলমান অভিযানের প্রতি ১৪ দলের সমর্থন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৬ পিএম

ক্যাসিনোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ১৪ দলের বৈঠকে এ সমর্থন জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গৃহীত ‘মুজিব বর্ষ ২০২০-২০২১’ ১৪ দলের উদ্যোগে কিভাবে পালন করা তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্যাসিনোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে অভিযান চলছে, তাতে ১৪ দল সন্তোষ প্রকাশ করেছে। এ অভিযান অব্যাহত রেখে সব পর্যায়ের দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেকোন সিদ্ধান্তে ১৪ দল পাশে থাকবে বলে মোহাম্মদ নাসিম জানান।

বৈঠকে অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ন্যাপের ইসমাইল হোমেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদ (একাংশ) কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App