×

জাতীয়

হনুমানদের থানা ঘেরাও! হতবাক পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪ এএম

হনুমানদের থানা ঘেরাও! হতবাক পুলিশ
হনুমানের একটি বাচ্চাকে মারপিটে আহত করা হয়েছে। এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে মা হনুমান। তবে নির্যাতনকারীকে কোনো আক্রমণ না করে বাচ্চাটিকে কোলে করে সোজা চলে এসেছে থানায়। তার সঙ্গে দলবদ্ধভাবে প্রতিবাদ জানাতে এসেছে আরো ২০-২৫টি হনুমান। বাচ্চার নির্যাতনের বিচার দাবিতে তারা গোটা থানা ঘিরে ফেলেছে। অবস্থান নিয়েছে থানার প্রধান ফটক আর ডিউটি অফিসারের কক্ষে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে যশোরের কেশবপুর থানায়। হনুমানদের দলবেঁধে থানায় আসা আর বাচ্চা নির্যাতনের বিচার চাওয়ায় প্রথমে হতবাক হয়ে যান থানা পুলিশ। এক পর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন তাদের সাক্ষাৎ দেন। বাচ্চার ওপর হামলাকারীদের বিষয়টি দেখবেন বলে আশ্বাসও দেন। এরপর থানায় আগত হনুমানদের কিছু শুকনো খাবার পরিবেশন করা হয়। এভাবে প্রায় ঘণ্টাখানেক অবস্থানের পর হনুমানের দল চলে যায়। ওসি শাহিন বলেন, একটি মা হনুমান কোলে বাচ্চা নিয়ে প্রথমে থানায় আসে। বাচ্চাটিকে কেউ মারপিট করে আহত করেছে। এর পরপরই প্রায় ২০-২৫টি হনুমান দলবদ্ধভাবে থানার প্রধান ফটকের সামনে ও ডিউটি অফিসারের কক্ষে অবস্থান নেয়। তাদের আশ্বস্ত করে কিছু শুকনো খাবার খাইয়ে বিদায় দেয়া হয়েছে। কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন জানান, উপজেলায় অর্ধসহস্র বিরল প্রজাতির কালোমুখ হনুমান রয়েছে। তাদের জন্য প্রতিদিন ৩৫ কেজি কলা, ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। খাবার না পেয়ে তারা মানুষের বসতবাড়ি ও অফিসে ঢুকে পড়ে। হনুমান অত্যন্ত স্পর্শকাতর প্রাণী। তাদের ওপর কেউ হামলা করলে দলবদ্ধভাবে থানায় যায়। এর আগেও এমন ঘটনা ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App