×

জাতীয়

ছাত্রলীগের হামলায় ক্যাম্পাস ছাড়ল ছাত্রদল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৮ পিএম

ছাত্রলীগের হামলায় ক্যাম্পাস ছাড়ল ছাত্রদল

অপারেজয় বাংলা, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সম্মুখে ছাত্রদলের কয়েকজন কর্মীকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেমবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিতের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। এতে ছাত্রদলের ১০ জনের বেশী কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। হামলার একপর্যায়ে ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। জানা যায়, সাধারণ সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসের হাকিম চত্বরে তারা আসলে ছাত্রলীগের কর্মীরা পিছন থেকে ধাওয়া করে। পরে তারা ক্যাম্পাস ছাড়তে গেলে কয়েকজনকে ব্যাপক মারধর করা হয়। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিতে ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতারা গতকাল ক্যাম্পাসে যান। সেখানে মধুর ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তারা। আজ আবারও ক্যাম্পাসে গেলে এই সংঘর্ষ হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অভিযোগ করেন, ছাত্রলীগই হামলা করেছে। এতে, সাংবাদিকসহ ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এ ঘটনাকে হামলা নয়, ধাক্কাধাক্কির ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App